1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায় পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে উদ্যোক্তা একেএম শামসুল ইসলাম উজ্জ্বল চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ‎ শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা চারঘাটে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা, পরিবারে শোক রাজশাহীতে সওজের অস্থায়ী কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি পালন রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা শিবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে

রাজশাহীর বাগমারায় মাদক বিক্রেতার বরিুদ্ধে অভযিোগ, হাতাহাতি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা , রাজশাহী প্রতিনিধি………………………………

রাজশাহীর বাগমারা উপজলোর সমগ্র এলাকাজুড়ে মাদকরে রমরমা ব্যবসা।অবধৈ মাদক ব্যবসা বন্ধে পুলশি প্রশাসন খব একটা আমলে নচ্ছিে না। যার ফলে মারামারি নয় যে কোন সময় খুনর মতও ঘটনা ঘটতে পারে যকেোন সময়ে এরকম পরস্থিতিতিে বাগমারায় কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বাক্কার (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। ও্ই ঘটনায় একই গ্রামের ইসরাইল হোসেন নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের আবু বাক্কার দীর্ঘ দিন থেকে এলাকায় নিষিদ্ধ ঘোষিত মাদক গাঁজা, ইয়াবা নাবালক বাচ্চাদের মধ্যে বিক্রি আসছে। বাচ্চাদের মধ্যে মাদক বিক্রির বিষয়টি একই এলাকার সবুজ নামের এক ছেলে প্রচার করলে আবু বাক্কার তাকে মারধর করে। ঘটনাটি জানার পর সবুজের মামা ইসরাইল হোসেন আবু বাক্কারকে মারার ঘটনাটি জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হন এবং সবুজের মামা ইসরাইল হোসেনকে হামলার চেষ্টা করেন। ওই সময় আবু বাক্কার এবং ইসরাইলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। ওই ঘনটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার জন্য মাদক বিক্রেতা আবু বাক্কারকে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ইসরাইল হোসেন বলেন, মাদক বিক্রেতা ্আবু বাক্কার নিষিদ্ধ ঘোষিত মাদক দিয়ে এলাকার ছোট ছোট বাচ্চাদের নষ্ট করছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী এলাকায় তার শ্বশুর বাড়ি বলে সেখান থেকে নিষিদ্ধ মাদক আমদানী করেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে এলাকায় মাদক নির্মূল করতে প্রসাশনের সহযোগীতা কামনা করেছেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আবু বাক্কারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার ব্যবহৃত মুঠোফোনটি রিসিভ করেননি। অপর দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বাগমারা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, অল্প সময়ের মধ্যে তদন্ত করে মাদক বিক্রেতা আবু বাক্কারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এসব ঘটনা যাতে না ঘটে তারজন্য পুলশি প্রশাসনকে সর্ম্পূণ দায়ত্বি দয়ো হয়ছে।ে তাদরে উপর র্অপতি দায়ত্বি যদি সুষ্ঠুভাবে পালতি হতো তাহলে মাদক এভাবে বপেোরোয়া গততিে এতটা প্রসার লাভ করতো না।আজ হাতাহাত,ি কাল খুন, পরশু নারী র্ধষণ-এরকম ঘটনা ঘটতে থাকব।েএসব ঘটনা ঘটার আগইে মাদক নমর্িূলে র্কাযকর ব্যবস্থা নতিে হবে স্থানীয় প্রশাসন ও পুলশি প্রশাসনক।ে এজন্য জনসাধারণরে সহযোগতিা অনবর্িায।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট