নাজিম হাসান………………………
ঈদুল আযহা উপলক্ষে শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে ক্রেতাদের ব্যাপক ভিড় বেড়েছে পশুর হাটে। গত কয়েক দিন এই হাটতে তেমন একটা মানুষের আনাগোনা না থাকলেও ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাটেতে। কিন্তু কমছে না কোরবানির পশুর দাম।
সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা পশু হাটতে দেশি গরুর সরবরাহ বেড়েছে দ্বিগুণ হারে। এরপরও দাম কমছে না কিছুতেই। স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির জন্য তৈরী করা দেশিজাতের মাঝারি আকৃতির গরুই বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। বড় গরুর চাহিদা নেই বললেই চলে। তাই যেসব খামারি কোরবানির ঈদকে সামনে রেখে বড় গরু লালন-পালন করেছেন শেষ মুহূর্তে এসে তারা বিক্রি না হওয়ার শঙ্কায় রয়েছেন। তাদের চোখেমুখে হতাশার ছাপ দেখা দিয়েছে। রোববার (১০ জুলাই) ঈদুল আযহা।
ত্যাগের মহিমায় উদযাপিত হবে ঈদুল আযহা। বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। কোরবানির পশু কিনতে এখন হাটে ছুটছেন সবাই। তাই শেষ মুহূর্তে গতকাল শুক্রবার সকাল থেকে তাহেরপুর পৌরসভা পশু হাটে জনস্রোত নেমেছে। তাই দাম চড়া থাকলেও বেচাকেনা জমে উঠেছে। তবে সবকিছুর দাম বাড়ায় কোরবানির পশুর দামও গতবারের চেয়ে একটু বেশি। তাই বিক্রি আগের বছরের তুলনায় কিছুটা কম হচ্ছে। তবে দেশি গরুর ব্যবসায়ী বা খামারীদের এ নিয়ে আশঙ্কার কিছু নেই। অনেকের গরু রাখার জায়গা নেই বলে শেষ দিনে কোরবানির পশু কেনেন। তাই শুক্রবার এই হাটে পুরোদমে কোরবানির পশু কেনাবেচা জমে উঠেছে বলে জানাগেছে।#