1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় ঝুলন্ত শিশুর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা! বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে,বীর মুক্তিযোদ্ধা ফজল হক আজও মুক্তিযোদ্ধা ভাতা পায়নি বাগমারায়   ব্যাটারি চালিত ভ্যানগাড়ির  মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহীর মৃত্যু  মোহনপুর ইউএনও’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিভাগীয় কমিশনারকে প্রদান ডুমুরিয়ায় অর্থনৈতিক শুমারীতে তথ্য সংগ্রহ কার্যক্রম স্থায়ী শুমারী কমিটির অবহিতকরণ সভা সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবমহিলা লীগের নেত্রীসহ আটক ৪ ফলো আপ ঃ বাঘায় আনিসুরকে গলা কেটে হত্যার রহস্য উদঘটন, দায় স্বীকার রায়হানের রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড হিজবুল্লাহ্ গেরিলার ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলায় কাপঁলো ইসরাইল

রাজশাহীর তানোরে ব্যক্তিগত জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ বাধা দেয়ায় মারপিট

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# তানোর (রাজশাহী) প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুরের রায়ঘাটি  ইউনিয়নে (ইউপি) ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এই রাস্তা নির্মাণে বাধা দেয়ায় জমির মালিক জেকের আলী(৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে ইউপি চেয়ারম্যানের শশুর পরিবারের লোকজন। আজ ২৪ মার্চ রোববার ইউপির ক্ষিদ্রি হাটরা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। এঘটনায় ভুক্তভোগী জেকের আলী বাদি হয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা  গেছে, উপজেলার রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বাবলু হোসেনের শ্বশুর আলোচিত ইট-ভাটার মালিক রমজান আলী। রমজান আলীর পরিবারের রয়েছে কয়েকটি ফ্ল্যাট বাড়ি। এসব বাড়িতে যাতায়াতের জন্য রাস্তার প্রয়োজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন তার জামাই ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন জনৈক জেকের আলীর জমির ওপর দিয়ে জোরপুর্বক পাকা রাস্তার নির্মাণ কাজ শুরু করে। এ সময়  রাস্তা নির্মাণে জেকের আলী বাধা দিলে চেয়ারম্যান বাবলুর ঈঙ্গিতে তার নানা শ্বশুর ও রমজানের শ্বশুর হামেদ তাদের বাহিনী নিয়ে জেকের আলীকে বেধড়ক মারপিট করে গুরুত্বর জখম করেছে। স্থানীয়রা জেকের আলীকে উদ্ধার ও উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।চিকিৎসা গ্রহণ শেষে জেকের আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ ও জমি রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে  ইটভাটা মালিক রমজান আলী বলেন, এলাকাবাসীর প্রয়োজনে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তবে জেকের আলীর সঙ্গে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নাই এবং মারধরের বিষয়টাও আমি জানি না।

এ বিষয়ে রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির জন্য রাস্তাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি এবং এলাকার প্রায় সকলেই এই রাস্তাটি নির্মাণে সহযোগিতা করলেও এক জেকের আলী নানান অজুহাত দেখিয়ে রাস্তাটি নির্মাণে বাধা প্রদান করছেন। তবে তাকে মরধরের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের সতত্যা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট