বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অভিযানে হত্যা ও চাঁদাবাজিসহ ১৫ মামলার পলাতক আসামি নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) টিকাপাড়া ও খুলিপাড়া এলাকায় দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার অপর দুইজন হলেন জুলুর ছেলে জিম ইসলাম (২৫) ও তার সহযোগী মো. মুন্না (২৩)।
জুলুর বিরুদ্ধে ঢাকার একটি হত্যাকাণ্ডসহ ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও একটি মামলার বিবরণীতে রয়েছে বলে দাবি সূত্রের। অভিযানের সময় তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হয়।
সূত্র জানায়, স্থানীয় কিছু বিএনপি নেতার আশ্রয়ে জুলু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। কথিত সাংবাদিকদের একটি চক্রের মাধ্যমে তিনি রাজশাহী প্রেসক্লাব দখল করে তা টর্চার সেলে রূপান্তর করেছিলেন।
জুলুর গ্রেপ্তারের পর জনতা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে এবং প্রেসক্লাবে তালা লাগিয়ে পুনর্দখল করে।
সাংবাদিক সাইদুর রহমান বলেন, “তিনি সাংবাদিকতার আড়ালে সন্ত্রাস চালিয়েছেন।”
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, গ্রেপ্তারদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। সেনাবাহিনীর সাহসী এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, “এভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।#