মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, ব্যবহার ও উৎপাদন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-৫ এবং পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) নগরীর হড়গ্রাম বাজার, হরিয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক নীল রতন সরকার। নিরাপত্তা ও সহায়তায় ছিলেন র্যাব-৫ এর বিশেষ দল। অভিযানকালে ৪টি দোকান থেকে ২ হাজার ৯৯০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকান মালিক ও কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ ধরনের অবৈধ পলিথিন ব্যবহার ও উৎপাদনের বিরুদ্ধে র্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তরের এ যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#