মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলভার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চন্দ্রিমা থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনির সাড়ে ৩ নম্বর গলির মাথায় গোলাম রসুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাড়ির ভাড়াটিয়া মো. সুজন (৩৫), পিতা মৃত নূর হাসান, সাং শিরোইল কলোনি, থানা চন্দ্রিমা, রাজশাহী মহানগর-কে গ্রেফতার করা হয়। এসময় তার শোয়ার ঘরের খাটের তোশকের নিচ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।#