নিজস্ব প্রতিবেদক …………………………..
রাজশাহী পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মশিয়ার রহমান সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ নুরন্নবী হোসেন ও ফোর্সসহ অভিযান পরিচলনা করে চোলাইমদ ব্যবসায়ী বাবুলকে তার বাড়ীর রান্নাঘর থেকে নীল রংয়ের প্লাস্টিকের তৈরি ড্রামের ভিতর থেকে ৮০(আশি) লিটার ও ০৫ লিটারের ২৪ টি প্লাস্টিকের বোতলে ১২০ লিটার, সর্বমোট ২শ’ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত আসামী রাজশাহী পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া এলাকার মৃত শুকচাঁন আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, সে দীর্ঘদিন থেকে নিজ বাড়ীতে দেশীয় তৈরি চোলাইমদ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোলাইমদ এর মূল্য-৬০ হাজার টাকা। এ সংক্রান্তে পবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।#