# সাগর নোমানী………………………………………….
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। স্টেশনে, বিভিন্ন রাস্তায় এবং বাজারে রাত কাটায় অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষ। সমাজের এইসব সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে আবুল বাশার সুজন। এরই ধারাবাহিকতায় রাজশাহীর অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
শনিবার রাজশাহী স্টেশন ও আশেপাশের এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে সুজন ও তার নেতাকর্মী।
সুজন বলেন, রাজশাহীর নগর পিতা এ.এইচ.এম খাইরুজ্জামান লিটনের নির্দেশনায় সবসময় সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছি।এভাবেই সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলেই আগামীতে আরও বেশী অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পারবো।
আসলে মানুষের মানবতা এবং মনুষ্যত্ব দিন দিন হ্রাস পাচ্ছে। ফলাফলে পথশিশুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এতে আমাদের বিবেক কখনও কি নাড়া দেয় না? আজ যে ছোট ছোট বাচ্চা রাস্তায় পত্রিকা বিক্রি করে, ফুল বিক্রি করে কিংবা কিছু খাবে বলে টাকা চায় তাদের ভবিষ্যত কি? যে বয়সে তাদের হাতে থাকা উচিৎ বই-খাতা সে বয়সে তাদের হাতে প্লাস্টিকের বস্তা। রাস্তায় রাস্তায় তারা প্লাস্টিক খুঁজে। কি নির্মম বেদনাময় দৃশ্য!#