মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খানকা শরিফে হামলা করে ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
খানকার পীর আজিজুল ইসলাম জানান, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর জামায়াত ও বিএনপির লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে খানকা শরীফ ভাংচুর করে বলে অভিযোগ করেন তিনি।
আজিজুল ইসলামের দাবি, পুলিশের অনুমতি নিয়েই তারা আয়োজন করেছিলেন। ওসি সহ পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#