1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
পুকুরের পানিতে পড়ে তানোরের এক যুবকের মৃত্যু  পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের অভিযোগ : তদন্তে মিলছে না অস্তিত্ব! রাজশাহীর মোহনপুরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ভোলাহাটে কৃষি দপ্তরের বিনামূল্যে বিভিন্ন ফলের চারা, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন ও আলোচনা সভা ধোবাউড়ায় অনলাইন জোয়া ৫০ লাখ টাকা নিয়ে কাড়াকাড়ি আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা বাঘায় অনিসম্পন্ন জাতীয় পরিচয়পত্র নিষ্পত্তিকরণ বরিশালের সাজাপ্রাপ্ত আসামী পঞ্চগড়ে গ্রেফতার  ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের  নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন বাগমারায় পথশিশু ধর্ষণ সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি অপরাধী

রাজশাহীতে কোমলমতি শিশুদের মরণ বোঝা স্কুলব্যাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী………………………………………………………্র

সারা দেশের মতো আইন অমান্য করে রাজশাহী জেলাজুড়ে বিদ্যালয়গামী শিশুদের ব্যাগে সরকার অনুমোদিত বই ও উপকরণ ছাড়া অন্য কিছু না দিতে অভিভাবক, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রতি নির্দেশনা সিম্প্রতি পরিপত্র জারি করেন প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ বিষয়ে পরিপত্র জারি করে সেটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। ফলে উচ্চ আদালতের রায় ও পরিপত্র জারি হলেও মানা হচ্ছে না এ আইন।

এলাকা সুত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক স্কুলের শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারি স্কুল ব্যাগ নিষেধ। কিন্তু জেলার কোন স্কুলে মানা হচ্ছে না এ আইন। অভিভাবকেরা জানান শিক্ষকের ভয়ে শিক্ষার্থীরা অনুমোদিত বইয়ের বাইরে বাড়তি বই নিয়ে যেতে বাধ্য হচ্ছে। পরিপত্রে বলা হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য যে সব বই অনুমোদিত করেছে তা বহনে সমস্যা হবার কথা না।

পরিপত্রে ও আদালতের নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়েছে নিয়ম অনুযায়ী অনুমোদিত বই বহন করলে শিশুদের ঘাড়ে ব্যাথা বা অন্য সমস্যা হবেনা। কিন্তু শিক্ষার্থীদের ব্যাগে গাইড বই থেকে শুরু যাবতীয় জিনিস পত্র থাকার কারনে ১০ শতাংশের চেয়ে কয়েক গুন বেশি ওজনসহ ব্যাগ বহন করতে হচ্ছে। শিক্ষকরাও এ আইন মানছেন না। ইচ্ছে করলেই শিক্ষকরা ব্যাগের ওজন কমিয়ে ফেলতে পারেন।
সূত্রে জানা গেছে গত বছরের ডিসেম্বর মাসে হাইকোর্ট প্রাথমিক স্কুলের শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশিভারি স্কুল ব্যাগ বহন নিষেধ করে সুনির্দিষ্ট আইন প্রনয়ণ করতে সংশ্লিষ্ট বিভাগ কে নির্দেশ দেন। বছর পার হতে চললেও আইনের জায়গায় রয়ে গেছে আইন।

প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় জেলার বিভিন্ন উপজেলার ঝরে পড়া শিশুদের জন্যে আনন্দ স্কুল, কেজি স্কুল ও এনজিও স্কুল রেয়েছে। এসব কোন স্কুলের শিক্ষকরা এ আইন প্রয়োগ করছেন না।

এনিয়ে প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, গত মাসের ১২ তারিখে শিক্ষদেরকে মিটিং করে নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে এ বিষয়ে নিয়মিত অডিট চলবে যে সব স্কুলের শিক্ষার্থীদের ভারি ব্যাগ বহন দেখা যাবে সে স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট