মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বেলপুকুরিয়া থানার আগলা গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর কচুরিপানার নিচে পাওয়া গেল ছয় বছরের শিশু আবরারের মরদেহ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে দুই কিশোরীকে। হৃদয়বিদারক এ ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, নিহত আবরার স্থানীয় ডা. শওকত শরীফের ছেলে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল থেকে আবরার নিখোঁজ ছিল। এর আগে একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া (১২) ও মাইনুলের মেয়ে সাদিয়া (১৩) তাকে খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শিশু আবরার নিখোঁজ হওয়ার পর পরিবার ও এলাকাবাসী ব্যাপক খোঁজাখুঁজি চালায়। এক পর্যায়ে সন্দেহের ভিত্তিতে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, আবরারকে খুঁজতে কচুরিপানার দিকে যেতে হবে। তাদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে গ্রামের মাজাহারের বাড়ির পেছনের একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় আবরারের নিথর দেহ।
বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদরী জানান, দুই কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত শিশুর পিতা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নাম উল্লেখসহ তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শিশু আবরারের নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। শিশুদের নিয়ে এমন নিষ্ঠুরতার ঘটনায় স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#