মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি :
রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় ঘুরতে এসে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে যুবদল।
সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে নগরীর বড়কুঠি আইন কলেজ মাঠে আড্ডা দেওয়ার সময় সুমন আলীকে চিনতে পেরে কয়েকজন আটক করে গণধোলাই দেয়। এতে তার পরণের শার্ট ছিঁড়ে যায়। এসময় যুবদলের কর্মীরা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এলে সুমনকে তাদের হাতে তুলে দেয় যুবদল কর্মীরা। সুমন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে।

এ বিষয়ে দৈনিক সবুজ নগরকে (আরএমপি) রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখনো থানায় এসে পৌঁছে নি । থানায় এসে পৌঁছলে বিস্তারিত বলা যাবে। তিনি আরো বলেন বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#