নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল সংসদের নির্বাচনেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে, যেখানে প্রায় ৫৮৩ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।
এদিকে,রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয় টি নিশ্চিত করে জানান, গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় ও আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়েই চলবে।
উল্লেখ্য, এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী ১৭ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু তার আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। তবে ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।#