1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান স্থগিত, দুপক্ষের সংঘর্ষে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি টি.আর বরাদ্দে দুর্নীতি: কাগজে কাজ শেষ, মাঠে রাস্তা নেই নওগাঁর রাণীনগরের মিরাট হতে গুমারদহ ব্রীজ পর্যন্ত সড়কের বেহাল দশা রংপুরের বদরগঞ্জে ভিডাব্লিউবি কার্ড বিতরণে  সীমাহীন দুর্নীতি বাঘায় গার্ল গাইডস এর হলদে পাখি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন : উৎসবের আমেজে ভোট ১৬ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নিয়ে ষড়ষন্ত্রের প্রতিবাদে রাজশাহী নগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের র‌্যালি ও সমাবেশ

রংপুরের বদরগঞ্জে ভিডাব্লিউবি কার্ড বিতরণে  সীমাহীন দুর্নীতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নে ভিডাব্লিউবি(Vulnerable Women’s Benefit program) কার্ড বিতরণে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি বছরে সরকার থেকে ২৯৪ টি ভিডাব্লিউবি কার্ড বরাদ্দ দেওয়া হলেও প্রকৃত দুস্থদের পরিবর্তে সচ্ছল পরিবারের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিটি কার্ডের বিপরীতে ৬-৭ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন জনপ্রতিনিধিরা।
সবচেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ওই ইউপির ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মিনা টপ্পোর বিরুদ্ধে। চূড়ান্ত তালিকার ভিত্তিতে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত রেখে সিসি ক্যামেরায় ঘেরা আধুনিক ফ্ল্যাট বাড়ির মালিক, স্কুল শিক্ষক, চাকরিজীবী, কাপড় ব্যবসায়ী, ভুট্টা-ধান-পাট ব্যবসায়ী পর্যন্ত এই কার্ডের সুবিধাভোগী হয়েছেন। এমনকি ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলী খানের স্ত্রীর নামও বাদ পড়েনি তালিকা থেকে।

কার্ড ধারীদের বাড়ী বাড়ী গিয়ে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে অসংখ্য কার্ডধারী নারী স্বীকার করেছেন-টাকা দিয়ে মেম্বারদের কাছ থেকে কার্ড সংগ্রহ করতে হয়েছে তাদের। কেউ কেউ আবার দালালদের মাধ্যমে অর্থ দিয়ে এই সুবিধা নিয়েছেন। ফলে তালিকায় প্রকৃত দরিদ্র পরিবারের সংখ্যা অত্যন্ত নগণ্য।

এমন অভিযোগ কেবল লোহানীপাড়া ইউনিয়নেই সীমাবদ্ধ নয়। খোঁজ নিয়ে জানা যায়, বদরগঞ্জ উপজেলার প্রায় সব ইউনিয়নের অবস্থা একই রকম। দুর্নীতির দিক দিয়ে পিছিয়ে নেই ১২ নম্বর কুতুবপুর ইউনিয়ন পরিষদও, যেখানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় নির্বাচিত জন প্রতিনিধিরা একইভাবে অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে গত রোববার সকাল ১১ টার দিকে লোহনিপাড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) প্রশাসক সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম এর কাছে টাকা নিয়ে কার্ড বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জনপ্রতিনিধিদের এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তারা মনে করেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই এ ধরনের সীমাহীন দুর্নীতি সংঘটিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট