মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি কোল্ড স্টোরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে (৭ আগস্ট) গভীর রাতে বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত ‘দেশ কোল্ড স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে সংঘবদ্ধ ডাকাতচক্র এ হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জিম্মি করে অন্তত ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টা থেকে ভোর চারটার মধ্যে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত কোল্ড স্টোরে হানা দেয়। তারা প্রথমে স্টোরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও লেবারদের হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর সুপরিকল্পিতভাবে কোল্ড স্টোরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলে এবং মূল্যবান মালামাল লুট করে। ডাকাতরা যে সকল সরঞ্জাম লুট করেছে তার মধ্যে রয়েছে ৩টি জেনারেটর ৩টি ইউপিএস পাওয়ার ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার ৩৬টি তিন ফুট দীর্ঘ তামার বার ৫টি সাবমারসিবল পাম্প ৩টি ব্যাটারি একটি এসি মেশিন অফিসের তালা ভেঙে নেওয়া অন্যান্য মালপত্র অফিস থেকে নগদ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা সব মিলিয়ে লুট হওয়া সম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। ডাকাতরা এসব মালামাল দুটি মিনি ট্রাকে করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। স্থানীয়দের ধারণা, এই ডাকাতি একটি সুপরিকল্পিত ও পেশাদার চক্রের কাজ। নিরাপত্তার বিষয়টি ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#