1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ  বাঘায় নিখোঁজ ব্যক্তির কঙ্কাল পাওয়া গেল কুকুরে নিয়ে যাওয়া সেন্ডেল খুঁজতে গিয়ে পঞ্চগড়ে জেলা ওলামা দলের আহবায়ক মুহিবুর সদস্য সচিব রফিকুল  পুলিশ জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা তানোরে সম্পত্তি বিরোধে সংঘর্ষ একজন গুরুতর আহত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেনঃ জাকারিয়া পিন্টু

“মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাঘায় ওরশ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………

মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি,মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি”। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই/? ‘আত্মতত্ত্ব যে জেনেছে/ দিব্যজ্ঞানী সেই হয়েছে,/ কু-বৃক্ষে সুফল পেয়েছে,/ আমার মনের ঘোর গেল না।’ আত্মতত্ত্বের মাহাত্ম্য আর মনের ঘোর দূর করার নিমিত্তে প্রতি বছরের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম (ভান্ডারী ভাব নগর) ভান্ডারী দরবার শরীফে পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা বাবাজান কামাল-ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ) খেলাফত দিবস উপলক্ষে সোমবার (১৩-০৩-২০২৩) রাতে ২৫ তম বার্ষিকী পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শেষ ফাল্গুনের এই মনোরম আবহাওয়ায় দিনব্যাপি অনুষ্ঠিত পবিত্র ওরশ মাহফিলে যোগ দেন, বাংলাদেশ বাউল ও লোক সংস্কৃতির সভাপতি,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল সাধক, গুরু এসএম শফি মন্ডল। এছাড়াও যোগদেন জনপ্রতিনিধিসহ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ। নিজেদের মধ্যে চলে গান, ভাব ও ভালোবাসার ভাগাভাগি।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই মহান সৃষ্টিকর্তার সঙ্গে ফেরেশতাগণ তর্কে লিপ্ত হয়েছিলেন। ফেরেশতাগণ বলেছেন, মানুষ পৃথিবীতে গিয়ে রক্তারক্তি করবে। সৃষ্টিকর্তা বলেছেন, মানুষ হবে সৃষ্টির সেরা জীব। তাই আসুন- ইসলাম শান্তির ধর্ম, আর মানুষ সৃষ্টির সেরা জীব, সেটাকে প্রমাণ করতে প্রতিহিংসা পরায়ন না হয়ে সমাজে ভালো কাজ করি। প্রভাষক আব্দুল হানিফ ও সালাম ভান্ডারীর সঞ্চালনায় আয়োজিত ওরশ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)। বাদ এশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমানান শফি।

 

তাশরিফ পেশ করেন বাংলাদেশ বাউল ও লোক সংস্কৃতির সভাপতি,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল সাধক, গুরু এসএম শফি মন্ডল। উপস্থিত ছিলেন,ডাঃ আকতারুজ্জামান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান,উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবালসহ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ। সকালে পবিত্র কুরআন তেলায়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি ওরশ মাহফিল অনুষ্ঠান শুরু করা হয়। পরে ফতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনিগ্রাম সুরতরঙ্গ বিদ্যানিকেতনের আয়োজনে ভাব গম্ভীর পরিবেশে শ্যামা কাওয়ালী, গজল ও ভান্ডারীশান পরিবেশন করেন সংগীত শিল্পীরা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট