নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা…………………….
গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যডভোকেট উম্মে কুলছুম স্মৃতি, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান মোৎ শাহরিয়ার খান বিপ্লবের নাম ভাঙ্গিয়ে বেআইনি ড্রেজার মেশিন দিয়ে নলডাঙ্গা ঘাঘট নদী ব্রিজ সংলগ্ন পূর্ব পাশের্^ সরকারি খাস জমি থেকে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে মোঃ সাইদুল মিয়ার বিরুদ্ধে।
দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা, হামিন্দপুর মাঝামাঝি নলডাঙ্গা ঘাঘট নদীর ব্রিজের পাশ থেকে, যার ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন ৩নং দামোদরপুর, থানাঃ সাদুল্লাপুর ,জেলাঃ গাইবান্ধা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদুল্লাপুর, গাইবান্ধা জানান, বেআইনিভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন লিখিত অনুমতি পত্র প্রদান করা হয়ন।ি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নয়ো হব।
এলাকাবাসী জানান নলডাঙ্গা সাদুল্লপুর, পাকা রাস্তা সংলগ্ন দামোদরপুরের জামুডাঙ্গা নলডাঙ্গা ঘাঘট নদীর ব্রিজে বালু উত্তোলন করায় তা এখন হুমকীর সম্মুখিন। এব্যাপারে গাইবান্ধা ৩ আসনের এ্যডভোকেট উম্মে কুলছুম স্মৃতি মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মোবাইল মেসেজে পুলিশকে মেসেজ প্রেরন করেন। এমনকি এমপির নাম ভাঙ্গীয়ে বালু উত্তোলন করায় এলাকাবাসী উক্ত মোঃ সাইদুল মিয়াকে আইনে আওতায় এনে গ্রেফতার করার জন্য এলাকাবাসী প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রীসহ জেলা প্রশাসক গাইবান্ধা পুলিশ সুপার গাইবান্ধা ডিআইজি রংপুর রেঞ্জ রংপুর ও বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।#