বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প (বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। মহান দিবস (১লা মে) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদি সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদ এর সাধারণ সম্পাদক, প্রাবাসী, আরিফুল ইসলাম বিলাত সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, বাঘা উপজেলা কমিটির এর অযোজন করে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যেখানে চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আল্টাসনোগ্রাম, ইসিজি, ডাইব্রেপিক্স, চোখ দেখাসহ ব্লাড গ্রুপিং এবং সাধারণ রোগ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, তুহিন উদ্দীন।
উপস্থিত ছিলেন, মওদুদ আহমেদ মধু, সভাপতি, রাজশাহী জেলা সংগ্রামী দল, সাবেক সহ-সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফারুক সরকার দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা উপজেলা, অনিক আহমেদ প্রচার সম্পাদক বাঘা উপজেলা সংগ্রামী দল, রানা আহমেদ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা পৌর, তারেখ রহমান সাবেক সাধারণ সম্পাদক আড়ানী ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ছাত্র ও স্থানিয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।
মুঠোফোনে আরিফুল ইসলাম বিলাত বলেন, এই দেশকে এগিয়ে নিতে হলে প্রথমেই আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। তাদের চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি মানবিক পরিকল্পনা—যা প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে চায়। আমরা যেসব ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা কার্যক্রম, সামাজিক উদ্যোগ গ্রহণ করছি—তা কেবল কাজের একটি সূচনা। আমাদের লক্ষ্য হচ্ছে—জনগণের আস্থা অর্জন করা এবং সত্যিকার অর্থেই জনগণের সরকার গড়ে তোলা।
বিনামূল্যে চিকিৎসা নেওয়া উপকার ভূগীরা বলেন, মাইকিং শুনে বিনামূল্যে চিকিৎসা নিতে আসচ্ছি চিকিৎসাও নিয়েছি। এমন কাজের আয়োজন কারার জন্য আরিফুল ইসলাম বিলাত ভাইকে অনেক ধন্যবাদ। চিকিৎসা নিতে আশা বয়ষ্ক এক মহিলা বলেন, আমার চোখের সমস্যা নিয়ে এখানে এসে চিকিৎসা নিলাম।#