# বিশেষ প্রতিনিধি………………………………………………………….
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাধ্যমে বাস্তবায়িত রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর ও উদ্বোধনসহ বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১৬টি রাস্তা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১টি অডিটোরিয়াম ভবন,১টি ওজুখানা ও আধুনিক হাটবাজার ১টি। শুক্রবার(১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি এর উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতেও রাস্তা-ঘাট,হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠান,বিদুৎ,বাসস্থানসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী বলেন,যে কোন সময় নির্বাচনী তফশিল ঘোষনা হতে পারে। উন্নয়নের বিবেচনায় এর মূল্যায়ন আপনাদেরই করতে হবে। উপজেলা প্রকৌশলী নুরল ইসলাম জানান,প্রকল্পগুলোতে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।
উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব শীফকুর ইসলাম মুকুট, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,উপজেলা পরিষদের নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বীর মুক্তিযোদ্ধা বীর প্রর্তীক আজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম। উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুধীজন।#