বিশেষ প্রতিনিধিঃ বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশ’পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকাসহ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(০২-০৯-২০২৫) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল,স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহায়তায় মানিবক সহায়তা প্রদান করা হয়।
প্রত্যেককে নগদ ৬ হাজার টাকাসহ প্লাস্টিকের বালতি,মগ, গোসলের সাবার ও কাপড় কাচার পাউডার,স্যানিটারি ন্রাপকিন,খাবার স্যালাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। সভাপতিত্ব করেন চকরাজাপুর ইউনিয়নের প্রশাসক তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন- কারিতাস বাংলাদেশের সাববিন প্রকল্পের ন্যাশনাল প্রেগাম ম্যানেজার এসএম জিল্লুর রহমান,ইউপি সদস্য সহিদুল ইসলাম,শিক্ষক মজিবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য তমসু মোল্লা,নারি সদস্য (সংরক্ষিত ওয়ার্ড) রানুয়ারা বেগম প্রমুখ।#