1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ:
আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত নওগাঁয় চাচার বিরুদ্ধে ভাতিজির সাংবাদিক সম্মেলন, মামলা দিয়ে হয়রানি ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তামশিদ ইরাম খানের যোগদান গোবিন্দগঞ্জে পাহারাদারকে বেঁধে ভবনের নির্মাণসামগ্রী চুরি স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাসমাশিস বাঘার দিনমজুর পরিবারকে সহযোগিতা করলেন প্রবাসী বিলাত ধোবাউড়ায় ভারতীয় কম্বল ও সিএনজি সহ আটক ২ দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু

বাঘায় সড়কে পড়ে ছিল নিথর দেহ, পাশেই ছিল ছিটকে পড়া ফেন্সিডিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ফেন্সিডিল বহনকালে ট্রাক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শহীদ হোসেন (৩৫) নামে একজন নিহত ও জনি আহম্মেদ (৩২) নামে একজন আহত হয়েছে। শহীদ হোসেন পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং জনি আহম্মেদ চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে। শুক্রবার (১০ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।

সড়কে লাশের পাশে পড়ে থাকা ফেন্সিডিল দেখে ধারনা করা হয়েছে মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে দুর্ঘটনার কবলে পড়ে তারা। বিনোদপুর বাজারের নৈশ প্রহরি ফজর আলী জানান, বাঘা-চারঘাট সড়কের পূর্বদিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে দুইজন পশ্চিমদিকে চারঘাটে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন,চুর্ণ–বিচুর্ণ মোটরসাইকেলের পাশে একজন মানুষের নিথর দেহ সড়কে পড়ে আছে। আরেকজন কাতরাচ্ছে। তাদের পাশে পড়ে ছিল ফেন্সিডিল। তার ডাকে স্থানীয়রা এসে একজনকে মৃত অবস্থায় পান।

পুলিশ ঘটনাস্খওে এসে আহতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নাম প্রকাশ না করে স্থানীয়দের কেউ কেই জানিয়েছেন কতিপয় লোকজন ঘটনাস্থল থেকে কিছু ফেন্সিডিল সরিয়ে নিয়েছেন।

বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলের অক্ষত অংশ জব্দ করা হয়েছে। জব্দ করা ফেন্সিডিলের মধ্যে ১০ বোতল ভালো ও নষ্ট ১৫ বোতল পাওয়া গেছে। নিহতের বোনের লিখিত অবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

তিনি জানান, প্রাথমিক তদন্তে লাশ ও মোটরসাইকেলের পাশে ফেন্সিডিল পড়ে থাকা দেখে ধারনা করা হয়েছে,বাঘার সীমান্ত এলাকা থেকে তারা ফেন্সিডিল বহন করছিল। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট