বিশেষ প্রতিনিধি: বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যায় আক্রান্ত মানুষকে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ,জেলা যুবদলের সাবেক নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। নেতা কর্মীদের নিয়ে মানবিক সহায়তা প্রদানকালে বন্যায় আক্রান্ত মানুষের খোঁজ খবর নেন উজ্জল।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী উজ্জল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের পরবর্তী সময়ে বিএনপির চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমনটি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবেন, তেমনিভাবেই তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন বলেই দুর্যোগ মূহুর্তে সাধারন মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনায় আমরা বন্যাদুর্গত এলাকার মানুষকে সহায়তা দিতে এসেছি। সহায়তার পরিমান যাই হোক না কেন,এটাই শেষ না। বিএনপি আগেও মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। ফ্যাসিস্ট সরকারের হরণ করা গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে দেশের মানুষের কল্যাণের জন্য।
আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তার নের্তৃত্বেই দেশের উন্নয়নসহ জনগনের আশা আকঙ্খা পূরণ হবে। বৃহস্পতিবার (২১-০৮-২০২৫) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া, আতাড়পাড়া , কালিদাসখালী , দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের- কড়ারি নওশারা, আশরাফপুর ও খানপুর নীচ পাড়া এলাকার ৮০০শ’ পরিবারের প্রত্যেককে মানবিক সহায়তা হিসেবে ৫কেজি করে চাল বিতরণ করা হয়।
আতারপাড়া গ্রামের আনজুরা বেওয়া ও রুপচেহারা বেওয়া জানান, এবারের বন্যায় তারাসহ গ্রামের অনেকেই পানিবন্দী ছিলেন। এলাকায় কাজ নেই। দুর্বিসহ জীবন যাপনের এই সময়ে পাশে দাঁড়িয়ে যে সহায়তা করছেন, তাতে অনেক উপকার হলো।
উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, বাঘা থানা বিএনপির সাবেক সদস্য সচিব আশা-ফু-উদ-দৌলা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, নাসির উদ্দীন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, জাতীয়তাবাদী সংগ্রামী দলের নেতা মওদুদ আহমেদ মধু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন, বিএনপি নেতা- মুজিবুর রহমান জুয়েল, হিটলার মন্ডল, শাহিনুর রহমান বিপ্লব,আরিফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম রাজিব, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল, ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, চপল মন্ডলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#