
বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের পোলিং এজেন্টদের নিয়ে একটি ব্যাপক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে বাঘা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ব্যানারে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মশালায় বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে পাঁচ শতাধিক পোলিং এজেন্ট এই প্রশিক্ষণে অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় নির্বাচন-সংক্রান্ত নীতিমালা, ভোটকক্ষ পরিচালনার কৌশল, সম্ভাব্য অনিয়ম শনাক্ত ও মোকাবিলা, ভোটার সহায়তার পদ্ধতি এবং কেন্দ্রে এজেন্টদের আচরণবিধি নিয়ে বিশদ আলোচনা হয়। নির্বাচনকে সহিংসতা-নির্ভর বা প্রভাবসৃষ্টির প্রচেষ্টা থেকে দূরে রেখে সুষ্ঠু ভোট নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
মাস্টার ট্রেইনার হিসেবে পুরো প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি পোলিং এজেন্টদের ভূমিকা, দায়িত্ব এবং দক্ষতাকে ‘নির্বাচনের মেরুদণ্ড’ হিসেবে উল্লেখ করে বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধুই রাজনৈতিক প্রতিযোগিতা নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের কঠিন লড়াই। এই লড়াইয়ে পোলিং এজেন্টরাই ধানের শীষের সামনের কাতারের সৈনিক। তাদের সজাগ দৃষ্টি, নির্ভুল নথিবদ্ধকরণ এবং উপস্থিত বুদ্ধিমত্তা একটি কেন্দ্রের ফলাফল বদলে দিতে পারে। ভোট কেন্দ্রে পোলিং এজেন্টরা প্রত্যেকেই প্রার্থীর প্রতিচ্ছবি—তাদের কাজ, আচরণ ও সততা সরাসরি দলের ভাবমূর্তিকে প্রতিনিধিত্ব করে।”
তিনি আরও বলেন, চাপ, বিভ্রান্তি বা ভীতি সৃষ্টি করার চেষ্টা হতে পারে। এ ক্ষেত্রে প্রশিক্ষিত, এজেন্টদের সচেতন ও মানসিকভাবে দৃঢ় থাকা জরুরি। আইন অনুযায়ী, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার বিকল্প নেই। যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, ধানের শীষের বিজয়কে ঠেকানোর শক্তি কারও থাকবে না।”
কর্মশালায় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম। পুরো সেশনটি সঞ্চালনা করেন নন্দনগাছী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. সারওয়ার মুর্শেদ। এছাড়াও টেইনার হিসেবে তেঁথুলিয়া বিএএম কলেজের শিক্ষক আব্দুস সামাদ সহ শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক নির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা কার্যকর প্রশিক্ষণ পান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি, চাপ, বিভ্রান্তি বা ভয় না করে ভোট কেন্দ্রে আইন অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার আহ্বান জানান চাঁদ। কর্মশালা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বিএনপি নেতা মাসুদ করিম টিপু,যুবদল নেতা শফিকুল ইসলাম শফি,জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলীয় নের্তৃবৃন্দ। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠান ছিল কর্মচঞ্চল ও প্রাণবন্ত।
উল্লেখ্য, উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৪৩০টি। এ বছরের মার্চ মাসের হালনাগাদ অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১,৬৮,১৫৬। পুরুষ ভোটার ৮৪,৩৬২ ও মহিলা ভোটার ৮৩,৭৯৪।#