বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় চুরির ঘটনায় মঙ্গলবার(১৫-০৭-২০২৫) সেলিম সরকার বাদি হয়ে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে চুরির এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতে ওই বাজারে একই রাতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ টাকা, মনিটরসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-সেলিম সরকারের কসমেটিকস,বিকাশ ও ইলেট্রনিক্স,মালেক সরকারের সারের দোকান,আব্দুস সামাদের চায়ের দোকান,মহিদুল ইসলামের ভুট্রার গোডাউন,আবু বক্করের কাপড়ের দোকান। এর মধ্যে -সেলিম সরকারের নগদ ১০ হাজার টাকাসহ দেড় লাখ টাকা, আব্দুস সামাদের ৯০ হাজার টাকা দামের দুইটা মনিটর ও আবু বক্করের ৬০ হাজার টাকা মিলে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। অপর দুই দোকানে তালা ভাঙলেও কোন মালামাল চুরি হয়নি।
ব্যবসায়ী মহিদুল ইসলাম জানান, বিরামহীন বৃষ্টির কারণে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। ভোরে বাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা কয়েকটি দোকানের অর্ধেক সাটার খোলা দেখে সংবাদ দেন। পরে তারা দোকানে এসে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকা দেখে নগদ টাকাসহ মালামাল চুরির বিষয়ে নিশ্চিত হন।
আবু বক্কর সিদ্দিক বলেন, বাজারটি নতুন হওয়ায় কোন নৈশ প্রহরী নিযুক্ত করা হয়নি। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#