বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামে মুরগি ব্যবসায়ী নয়ন সরকারের বাড়ির দোতলার ছাদের খড়ের গাদায় আগুন ধরে আনুমানিক ২হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সক্ষম হওয়ায় ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাড়ির মালিক ও পাশের বাড়ির লোকজন।
শুক্রবার (২৫-০৭-২০২৫) দুপুর আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের শামসুলের ছেলে নয়ন সরকার জানান,তার স্ত্রী সোহাগী বেগম ছাদে রান্না করছিলো। ওই ছাদে খড়ের গাদা ছিল। চুলার আগুন ছড়িয়ে খড়ের গাদায় ধরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির লোকজনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করায় ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রফিকুল ইসলাম চৌধুরি জানান, অগ্নিকান্ডে আনুমানিক ২ হাজার টাকা ক্ষতি হয়েছে।#