1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা: ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭ বীরভূমের হিন্দু যুবকের সৎকারের ভার কাঁধে তুলে নিলেন গ্রামের মুসলমান ভাইয়েরা! নানুরে সম্প্রীতির নজির বাংলাদেশিদের ভারতে  অনুপ্রবেশ বাড়ছে,  সীমান্তে  চলছে ধরপাকড়: বিএসএফ ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক তানোরে মামলাবাজ হিটলুর বিরুদ্ধে গ্রামবাসীর একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ ঠাকুরগাঁও ডিসি অফিস যেন ‘সরষের ভেতরেই ভূত’ বটিয়াঘাটায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান রূপসায় জমে উঠেছে নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন

বাঘায় এক বাজারে মুদি দোকানের শার্টার কেটেচুরি

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি ঃ বাঘায় এক বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে শার্টার কেটে মালামাল চুরি ঘটনা ঘটেছে। শনিবার (৩১-৮-২০২৪) দিবাগত রাতে বাঘা পৌর এলাকার নারায়নপুর বাজারে অসিম স্টোরে চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাজারে ৪জন নৈশ প্রহরি রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে,অসিম কুমার সা বাজারে একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ৪রুম বিশিষ্ট। সামনের রুমের শার্টার কেটে ২৫ কেজি ওজনের ২বস্তা মসুর ডাল,১০ কেজি ওজনের ৭বস্তা আটা,২০০ মিলির ৩০ পিচ প্যারাস্যুট তৈল ৩০ পিচ বেলি ফুল তৈল,৫ লিটারের সোয়াবিন তৈর ২ পিচ,২লিটারের ২পিচ,কনডেন্স মিল্ক ৯পিচ(মিলি),চকলেট ৫জার,তারকাটা ৬বক্স সহ পঞ্চাশ হাজার টাকার উপরে মালামাল চুরি করে নিয়ে যায়।

অসিম স্টোরের স্বত্তাধিকারি অসিম কুমার সা জানান, শনিবার রাত ২টা ২০ মিনিটে নেশ প্রহরি জাহেরুদ্দিন ও এলাহিবক্স তার বাড়িতে গিয়ে চুরির বিষয়টি জানায়। রাত আড়াইটার সময় দোকানে এসে দেখেন সামনের রুমের একটি শার্টার কেটে মালামাল চুরি করে নিয়ে গেছে। ভেতর থেকে আরেকটি রুমের শার্টাার কাটার চেষ্টা করে কাটতে পারেনি। বিষয়টি তাৎক্ষনিক থানায় ও বাজার কমিটির সভাপতি সম্পাদককে জানান।

তিনি জানান, বাজারে ৪জন নৈশ প্রহরি আছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের এরিয়ায় থাকেন মোহাম্মদ আলী। জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানান,ঝনঝন শব্দ শুনে অসিমের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার পর ৩জন লোক দৌড় দিয়ে মেইন সড়কের পূর্ব পাশের পুকুর পাড় দিয়ে চলে যায়।

আরেক নৈশ প্রহরি এলাহি বক্সের ভাষ্য, পলাশ এর ফলের দোকানের গলি দিয়ে মেইন সড়কের পশ্চিমে চলে যায়। তাদের দাবি,ওই সময় কোন মালামাল তাদের কাছে ছিলনা। আর মালিকের দাবি নৈশ প্রহরির টের পাওয়ার আগেই চুরি যাওয়া মামলাল ভ্যান গাড়িতে নিয়ে গেছে।

সরেজমিন রোববার(১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গিয়ে দেখা যায়, বাঘার নারায়নপুর হয়ে পাকুড়িয়া য়াতায়াতের মেইন সড়কের ২০ হাত পশ্চিমে বিভিন্ন পণ্যর বড় ব্যবসা প্রতিষ্ঠানটি অসিমের । সেখানে ছোট যান যাতায়াতের বড় একটি গলি রয়েছে। বাজার কমিটির সাধারন সম্পাদক আমজাদ খান জানান,চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট