# বাগমারা প্রতিনিধি………………………………………………….
রাজশাহীর বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানোই যেন গলার কাঁটা হল এসআই জিলালুর রহমানের। আইন শৃংখলা দায়িত্বে নিয়োজিত থেকে কোন একক প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানোর কোন সুযোগ নেই সরকারী কর্মকর্তাদের। অথচ নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে সঙ্গে আরেক এসআই রাশেদকে নিয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃবৃন্দের সামনে নৌকার প্রাথী আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। প্রার্থীর প্রতি এমন দরদ পুলিশ সদস্যের সুনামকে নষ্ট করবে বলে মনে করেন বিশিষ্টজনরা।
ফুল দেয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টালের শিরোনাম হয়ে দাঁড়ায়। এমন ঘটনা আইন শৃংখলা বাহিনীর দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে। দলীয় প্রার্থীকে পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। এমন ঘটনা ঘটান তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিলালুর রহমান এবং এসআই রাশেদ।
ওই ঘটনায় নড়ে চড়ে বসেন রাজশাহী জেলা পুলিশ। ঘটনাটি ভাইরালের ২৪ ঘন্টার মধ্যেই এসআই জিলালুর রহমানকে জেলা পুলিশ লাইন্স-এ ক্লোজড করে নেয়া হয়। তবে তার সাথে থাকা আরেক এসআই রাশেদকে এখনো ক্লোজড করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে, এইচ, এম এরশাদ।
আইন শৃংখলা বাহিনীর সদস্য হয়ে কোন প্রার্থীকে এভাবে ফুলেল শুভেচ্ছা জানাতে পারেন না। পুলিশ সদস্যের স্বজনপ্রীতির ঘটনায় এলাকা জুড়ে সংসয়ের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রতিটি নির্বাচনী এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় নিরেপেক্ষ দায়িত্ব পালন করার কথা আইন শৃংখলায় নিয়োজিত সদস্যদের। কোন প্রার্থী যেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করে সে দিকে খেয়াল করা। সেটা না করে নিজেই ভেঙ্গে ফেলেন নির্বাচনী আচরণবিধি।
আইন শৃংখলা বাহিনীর সদস্যের একপাক্ষিক আচরণ পুলিশের সততাকে যেন নষ্ট করতে না পারে সে জন্য তাকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে দ্রুত জেলা পুলিশ লাইন্স-এ ক্লোজড করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নির্বাচনে কোন প্রার্থীর হয়ে যেন প্রভাব বিস্তার করতে না পারে সে কারণে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলীর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সেই সাথে ভোটাররা যেন ভোট কেন্দ্রে ভালো ভাবে যেতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করেছেন।#