স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের ঋণদান সমবায় সমিতির(সিসিএস)নির্বাচনে পরিচালক পদে মাছ প্রতিকের প্রার্থী আবুল কাশেম ৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম হরিণ প্রতিকের প্রার্থী সাইদুর রহমান ৩৬০ ভোট পেয়েছেন।
পরিচালক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের পাকশী, রাজশাহী, খুলনা, লালমনিরহাট,বগুড়া ও পারবর্তীপুর মিলে ছয়টি কেন্দ্রে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে। ছয়টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১১০৬ টি। এর মধ্যে পাকশী কেন্দ্রে ৩৩০ ভোটারের মধ্যে ভোট কাস্ট হয় ১৩৭ টি । কাস্টিং ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী মাছ প্রতীকে একাই ১২০ ভোট পায় । তিনি রাজশাহীতে ৯৩, খুলনাতে ১১৭ , লালমনিরহাটে ১৭, বগুড়াতে ৩৪ ও পারবর্তীপুরে ৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।
রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ রিটার্নিং অফিসার,পাকশী বিভাগীয় কমান্ডেন্ট রেজাউনুল হক প্রিজাইডিং অফিসার,পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট আতাউর রহমান এবং পুলিং অফিসার হিসেবে নিরাপত্তাবাহিনীর ঈশ্বরদীর সিআই ফিরোজ আহমেদ, এসডাব্লিউ আই আসাদুর রহগমান ও ঈশ্বরদীর আই এসডাব্লিউ আতিক হোসেন পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন।
প্রিজাইডিং অফিসার পাকশী বিভাগীয় কমান্ডেন্ট রেজাউনুল হক সাংবাপদিকদের জানান, রিটার্নিং অফিসার রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফের দিক নির্দেশনায় এবং পুলিশ,র্যাব ও নিরাপত্তাবাহিনীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।
উল্লেখ্য,একই সময় ও নিয়মে ঢাকা,চট্রগ্রাম বিভাগেও শান্তিপূর্ণ পরিবেশে পাঁচটি পরিচালক পদে ভোট গ্রহণ অনষ্ঠিত হয়।#