
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখায় বেকি মোড়ে শনিবার দিনব্যাপি এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার মোঃ সেতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অত্র প্রেসক্লাবের সদস্যে মোঃ আল আমিন, রনি কাউসার, মোঃ নাহিদ উজ্জামান , মোঃ আবদুল আওয়াল, মোঃ মাহিদুল ইসলাম, মোঃ মুকুল হক সহ অন্যান্য সদস্যরা। প্রবীণ সাংবাদিক মোঃ জালাল উদ্দিন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে কতিপয় হীনমনের ব্যক্তি ইতোমধ্যে ফেসবুকে বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দেয়া বরাদ্দকৃত টাকা সদস্যদের না জানিয়ে আত্মসাৎ করেছে সভাপতি ও সেক্রেটারি সহ বিভিন্ন কুরুচিপূর্ণ অপ্রাসঙ্গিক স্টেটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভাগীয় সভাপতির কাছে বিচারের দাবি জানান।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার গত ২৮শে ফেব্রুয়ারি’২৫ তারিখে রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল হালিম মন্ডল দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। সেই পরিপেক্ষিতে আমরা গত ১৮ মার্চ ২৫ তারিখে অস্থায়ীভাবে কানসাট গোপালনগর মোড়ে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলীকে প্রধান অতিথি করে অফিস উদ্বোধন করে কমিটির যাত্রা শুরু করি।
বাংলাদেশ প্রেস ক্লাব এর বিভাগীয় সভাপতি আব্দুল হালিম মন্ডল জানান, আমি অসুস্থ যেতে পারছি না। বাংলাদেশ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা শাখা কমিটি বাতিল করা হয়নি। আপনারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। মর্মে বিভাগীয় সভাপতির নির্দেশক্রমে শনিবার ২২শে নভেম্বর’২৫ তারিখে নতুন অফিস উদ্বোধনী করা হয় এবং সদস্যবৃন্দ ও স্থানীয় কিছু গণমাধ্যম কর্মী নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়। শেষে শত বছর বয়সী বাদাম বিক্রিতা মোঃ আব্দুল হামিদকে তাঁর ব্যবসার উন্নতির জন্য বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় আসবাবপত্র ও কিছু আর্থিক সহযোগিতা করা হয়।
এসময় শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ শামিম কবির হেলিম, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ বাবলু শেখ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ বারী,গৌড় প্রেসক্লাবের সদস্য আহসান হাবিব রনি, শহিদুল ইসলাম রনি,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি (সাবেক) ইমন আল ইমরানসহ স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#