# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার( ১১মার্চ) সকালে উপজেলার কালু পাড়া ইউনিয়নের জাম্বুর মোড় সংলগ্ন নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা গেছে বৈরামপুর মিয়া পাড়ার আকিবুল হকের ছেলে মোঃ শিহাব(৬) বাড়ির সামনে নাগের হাটে বদরগঞ্জ পাখা সড়কের পাশে খেলা করছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইড্রোলিক ট্রলি তাকে চাপা দিলে ঘটনা স্থলেই প্রাণ হারায়।
এ ঘটনায় নিহত সিহাবের বাড়িতে নেমে আসে শোকের মাতাম। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আতিকুর রহমান। #