# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বিদ্যুতের তার সহ অন্যান্য সরঞ্জাম চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা(৩২)এক যুবক বিদ্যুৎস্পষ্টে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৩মে)সকালে পৌরশহরের ৯নং ওয়ার্ডের বটপাড়া মহল্লার ভাটার পাথার নামক এলাকায়।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে,শুক্রবার সকালে ভাটার পাথার নামক স্থানে কৃষকরা ধান কাটতে গিয়ে বিদ্যুতের পোলের নিচে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে যায়।
বদরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম বিল্পব কুমার জানান,চোর ১১হাজার ভোল্টের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার মৃতদেহের পাশে টুকরো টুকরো তার,বড় তার কাটার,পোল বেয়ে উঠার সরঞ্জাম পাওয়া গেছে। তবে কোন ˆবদ্যুতিক তার নিয়ে যেতে পারেনি।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। #