1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
কবিতা………………….. র‍্যাব-৫-এর অভিযানে হোমিওপ্যাথির আড়ালে ভয়ংকর মাদক কারবার ফাঁস, রাজশাহীতে যুবক আটক বাঘার বিএনপি নেতা আব্দুস সামাদ মাষ্টার নেই বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু ব্যাক্তির  জমি দখলের অভিযোগ বাঘায় ‘৩৬ জুলাই’ আন্দোলনে আহত ও শহীদদের সমবেদনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরে সুলতানুল ইসলাম তারেকের নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসে আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের ঢল ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত   বদরগঞ্জে তিন মাসে এক শিক্ষার্থীর দুই বাল্যবিবাহ একজন কারাগারে বাগমারায় জুলাই-আগস্ট স্মরণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাবের  আয়োজনে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু ব্যাক্তির  জমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে তফসিল বর্নিত কবলা  জমি দখলের অভিযোগ উঠেছে।এমন অমানবিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার( ৭ আগস্ট) দামোদরপুর ইউনিয়ন তালুক দামোদরপুর ব্যাঙ ডুবি গ্রামে।  অভিযুক্ত ঐ বিএনপির নেতার নাম সেলিম মিয়া। তিনি দামোদরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি।ভুক্তভোগী তফসিল বর্নিত  জমির মালিকের নাম ভাদু চন্দ্র রায়। তিনি ব্যাংঙডুবি গ্রামের সম্ভু চন্দ্র রায়ের ছেলে। এঘটনায় রাতেই ভাদু চন্দ্র রায় থানায় সেলিম মিয়া ও তার ভাই  হারুন মিয়ার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে  ও এলাকায় সরজমিন গেলে জানা যায়, ভুক্তভোগী ভাদু চন্দ্র রায় গত মাসের ১৪ তারিখে গনেশ চন্দ্র কাছে ১২ শতক জমি খরিদ করে।যাহা দলিল নং ৩৬৭৭।কিন্তু বিএনপি নেতা সেলিম মিয়া বাড়ি থেকে বের হয়ে  ঐ ১২ শতক জমি হওয়ায়  তার লোলুপ দৃষ্টি পড়ে।এতে হিন্দু পরিবারটির উপর অব্যাহত চাপ সৃষ্টি করতে থাকে ঐ ১২ শতক জমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য। বৃহস্পতিবার ৭ আগস্ট সেলিম তার লোকজন নিয়ে ভাদু চন্দ্র রায়ে ক্রয়কৃত জমি পুরাটাই বাঁশের ও টিনের বেড়া দিয়ে দখল করে নেয়।এতে ভাদুর পরিবার নিজের কবলাকৃত জমি দিয়ে বের হতে পারছেননা। পরিবারটি ভয় আতংক নিয়ে বসবাস করছেন।
এবিষয়ে ভাদু চন্দ্র রায় রিতি রানী বলেন,আমরা হিন্দু সম্প্রদায়ের লোক দেখে আমাদের উপর অত্যাচার জুলুমবাজ শুরু করছেন সেলিম।দীর্ঘ দিন খেয়ে না খেয়ে টাকা জমিয়ে অনেক কষ্টে ১২ শতক জমি কিনি।এখন বিএনপি নেতা সেলিম ক্ষমতার দাপট দেখিয়ে আমার জমি দখলে নিয়েছেন।আমি আইনের কাছে বিচার চাই।
ব্যাংঙডুবি গ্রামে আব্দুল মমিন বলেন,ঐ জমির মালিক প্রকৃত পক্ষে ভাদু চন্দ্রের। তিনি টাকা দিয়ে গনেশ চন্দ্র কাছ থেকে জমি কিনেছেন।এখন তার জমিটি দখল নেওয়ার জন্য তারা ক্ষমতা দেখাচ্ছেন।এটা চরম অমানবিক।
নাম প্রকাশ না করার শর্তে দুজন হিন্দু পরিবার বলেন,সেলিম আমাদের বলেন,আমি বিএনপি নেতা এই জমি আমার। এই জমি দিয়ে তোরা হাঁটলে পরিনাম খুব খারাপ হবে। আমরা সংখ্যালঘু তাই বলে এভাবে দিনে দুপুরে আমাদের জমি দখল করে নিবে। আমরা এর সুস্থ বিচার না পেলে আমাদের ভারতে চলে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।
অভিযোগ বিষয়ে বিএনপি নেতা সেলিম মিয়া বলেন,আমি ঐ জমি গনেশের কাছে নিয়েছি।তারা (ভাদু) লোকজন গনেশকে লুকিয়ে রেখে এখন তারা জমির মালিকানা দাবি করছেন।গনেশকে সামনে আনলে সব সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।
বদরগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবতী বলেন,ভুক্তভোগী কাছে ঘটনা শুনে খোঁজ খবর নিয়ে জানা গেছে ঐ জমির প্রকৃত মালিক ভাদু চন্দ্র রায় । তিনি আরো বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে। কারো জমি দখলে নিলে এমনকি কোন সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন,এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট