1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে আসন ভিত্তিক শিক্ষক সমাবেশ  মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জে উজিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা পদ্মার পানি আস্তে আস্তে কমছে, স্বস্তি ফিরছে শিবগঞ্জবাসির ঝালকাঠির নলছিটিতে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন আত্রাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডাক্তাররা ডিউটিতে থেকেও বাহিরে চেম্বার করার অভিযোগ গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মুহাম্মদ(সাঃ) এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাঁতে আদিবাসী যুবক আটক

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিবন্ধী নারীকে মারধর, থানায় অভিযোগ 

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবন্ধী নারীকে মারধর করে জমি দখল নেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে উপজেলা রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ দিলালপুর ডাঙ্গাপাড়া (ছাতারপাড়া) গ্রামে। ভিডিওতে দেখা যায় ১৫-২০ জন লোকজন ওই প্রতিবন্ধীর বাড়ির সামনে এসে প্রতিবন্ধী নারীকে টেনে হেজড়ে নিয়ে গিয়ে যায়। ভাড়া করা লোকজন নিয়ে জমিটি দখল করে নেন।ঘটনার একদিন আগে থানায় অভিযোগ করেন ওই প্রতিবন্ধী নারীর ভাগ্নে আনারুল হক।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর দিলালপুর মৌজায় দুই একর ৫৪ শতক জমির মধ্যে ৬৩ শতক জমি কবলা মূলে ওই প্রতিবন্ধী নারীর জমি।ওই প্রতিবন্ধী তার বাবার বাড়িতে থাকেন। জমিটির সূত্র ধরে তোফাজ্জল হোসেন ওরফে (তোফা মাস্টার) দখল নেওয়ার জন্য আনারুল হককে হুমকি দিয়ে আসছেন। জমিটি কে কেন্দ্র করে ১৭ জুলাই বৃহস্পতিবার  বিকাল ৪টায় বাড়ি যাওয়ার পথে তোপা মাস্টার ও তার লোকজন আটক করে মারধর করে পকেটে থাকা ৩ হাজার ৭৭০ টাকা জাহাঙ্গীর নামের একজন কেড়ে নিয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে চলে যান। মারধরের ঘটনার পরে রাতে থানায় এসে অভিযোগ দায়ের করেন আনারুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য বসা হয়েছিল। মীমাংসার সময় কাগজপত্র বোঝার জন্য এক মাস সময় নেন তোফা মাস্টার। সময়ের ২০ দিনের মধ্যে দশ দিন বাকি থাকতেই লোকজন নিয়ে এসে জমিটি দখল নিয়ে নেন।
থানায় অভিযোগ করার পর বিষয়টি জানতে পারেন তোপা মাস্টার। গত শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে তোপা মাস্টার লোকজন ভাড়া করে এনে ওই প্রতিবন্ধী নারীকে মারধরসহ ভাগ্নে আনারুল ও তার পরিবারকে লোকজনকে মারধর করে জমিটি দখল নিয়ে নেন। ঘটনাস্থল থেকে ৯৯৯ লাইনে ফোন দিলে পুলিশ পৌঁছায়।
এ বিষয়ে তোফাজ্জল হোসেন ওরফে তোপা মাস্টার বলেন, জমিটি প্রায় ৩০ বছর ধরে চাষবাদ করে আসছি। হঠাৎ করে ওই জমিটি আমার চাচাতো বোন প্রতিবন্ধী রশিদা বেগম দাবি করেছেন। জমিটি লোকজন নিয়ে আসে দখল করে নিয়েছেন বলে স্বীকার করেছেন তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, দিলালপুরে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট