
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোমস্তাপুর ফুটবল একাদশ ও কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ।ফাইনাল খেলায় কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ফুটবল দল ১–০ গোলে এগিয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক আলহাজ শাজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন আশরাফুল হক ও রসিদুল আলম। ফাইনাল ম্যাচের সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস–চেয়ারম্যান জনাব শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া)।#