{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করেছে বিজিবি। ২৫ মার্চ রবিবার রাতে উপজেলার বৈরচুনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ধনতলা শাহাপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে শুভ ইসলাম ও ওবায়দুর রহমানের ছেলে মাহবুব আলম।
বিজিবি জানায়, বৈরচুনা সীমান্তের বৈরচুনা গ্রামের আলিমউদ্দীন পাড়া থেকে ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল ও একটি এ্যাপাচি মোটর সাইকেল সহ তাদের আটক করে বিজিবির টহল দল। পরে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করা হয়।
আটককৃতরা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।#