প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:৪০ পি.এম
পীরগঞ্জে ৫ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করেছে বিজিবি। ২৫ মার্চ রবিবার রাতে উপজেলার বৈরচুনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ধনতলা শাহাপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে শুভ ইসলাম ও ওবায়দুর রহমানের ছেলে মাহবুব আলম।
বিজিবি জানায়, বৈরচুনা সীমান্তের বৈরচুনা গ্রামের আলিমউদ্দীন পাড়া থেকে ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল ও একটি এ্যাপাচি মোটর সাইকেল সহ তাদের আটক করে বিজিবির টহল দল। পরে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করা হয়।
আটককৃতরা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর