
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ ঈশ্বরদী একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে ঈশ্বরদী উপজলো এবং একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে আটঘরিয়া উপজলো গঠিত । ঈশ্বরদীতে প্রায় পাঁচ লাখ মানুষরে বসবাস ও ২ লাখ ৯৩হাজার ৪শ’ ৯৩ ভোটার এবং আটঘরিয়ায় প্রায় সোয়া ৩ লাখ মানুষের বসবাস ও ১ লক্ষ ৪৬ হাজার ৭শ’ ৮ ভোটার রয়েছে।
যোগাযোগ ব্যবস্থাসহ রুপপুর পারমাণবকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদশে সুগার ক্রপ গবেষনা ইনস্টিটিউট এর প্রধান র্কাযালয়, ঈশ্বরদী ইপিজেড,পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস,ঐতিহাসিক রেলওয়ে জংসন, স্টেশেন,কৃষি ডাল ও পরমাণু কৃষি গবেষনা কেন্দ্রসহ নানা কারণেই ঈশ্বরদী পাবনা জেলার হৃদপিন্ড ও দেশের অনেক জেলা সমমানের অন্যতম একটি উপজেলা। এক কথায় বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঈশ্বরদী এখন বদলে যাওয়া এক উপজলোর নাম।
এই উপজেলার মধ্যদিয়ে বয়ে গেছে পদ্মা নদী আর এই পদ্মানদীর উপরে রয়ছেে ঐতিহাসিক জোড়া র্হাডিঞ্জ সেতু ও লালনশাহ সেতু । উপজলোর চেহেরা এখন পাল্টে গেছে। পাবনা জেলার সংসদীয় আসন পাঁচটি। পাবনা জেলায় ৫টি আসনের মধ্যে ৪ টিতে র্প্রাথিতা ঘোষণা করেছে বিএনপি।
অন্যদিকে সবকটি আসনেই জামায়াত অনেক আগে থেকেই একক র্প্রাথী দিয়ে নির্বাচনীমাঠ চষে বেড়োচ্ছে। তবে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে গত পাঁচ আগস্টের পর থেকে পরমাণু প্রকল্পরে দোভাষী অপহরণ মারপটি,বন্দুকযুদ্ধ, লোহাচুরি, ব্যাপক চাঁদাবাজী, অনুপ্রবেশকারী বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় হামলা,সংর্ঘষ,ইটভাটায় চাঁদাবাজি, দখলবাজি,হাটঘাট,বালমহল,সাধারণ মানুষের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট,ভাংচুরের সাথে হতাহতের ঘটনাও রয়েছে।
এসব অসংখ্য জনবিরোধী কাজ পরিচালনা করায় এই এলাকায় সকল শ্রেণীপেশার মানুষসহ ভোটাররা অতিষ্ঠ হয়ে ক্লিন ইমেজের র্প্রাথীর অপক্ষোয় প্রহর গুণছে। একই সাথে জনমনে নির্বাচন নিয়ে সংশয় দেখা হয়েছে।#