1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার পাবনার চাটমোহরে প্রথম নারী এএসপি আরজুমা আকতারের যোগদান নিরাপদ সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ ঠাকুরগাঁওয়ে হারিয়ে যেতে বসেছে পলো দিয়ে মাছ ধরার উৎসব যুবদল নেতা হত্যা মামলায় নরসিংদীর পলাশের সাবেক এমপি ৩ দিনের রিমান্ডে পাবনার চাটমোহরে নিমাইচড়ার খন্দবাড়িয়া রাস্তা পাকাকরন ও ব্রিজ নির্মাণ এলাকাবাসীর  দাবী বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কিছুটা সফলতা দেখালেও এখন পর্যন্ত তা রয়েই গেছেঃ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব- আখতার হোসেন উপ-সম্পাদকীয়: সর্বনাশা কীটনাশকের ব্যবহার বন্ধ হোক ভোলাহাটে হাঁড় কাঁপানো শীত, সরকারিভাবে দেখা মেলেনি  গরম কাপড়-চোপড়ের

পাবনার চাটমোহরে নিমাইচড়ার খন্দবাড়িয়া রাস্তা পাকাকরন ও ব্রিজ নির্মাণ এলাকাবাসীর  দাবী

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এস এম এম আকাশ, চাটমোহর উপজেলা (পাবনা)প্রতিনিধি:  পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের রাস্তার অবস্থা খুবই নাজুক। জোলায় চরাট সাঁকো! এখানে পাকা ব্রিজ নির্মাণ করা খুবই জরুরী ও সংযোগ রাস্তাটও পাকা করা সময়ের প্রয়োজন। এলাকাবাসীদের প্রানের দাবী এই যে, দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট পাকা করা হয়েছে। চলনবিল অঞ্চলে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত সাধারণ জনগন তথা খন্দবাড়িয়া গ্রামবাসীদের প্রানের দাবী একটাই খন্দবাড়িয়া রাস্তার চরাট সাঁকো সড়িয়ে ব্রীজ নির্মাণ করতে হবে ও সংযোগ সড়ক পাকা করতে হবে।

এলাকাবাসীদের খন্দবাড়িয়া-সমাজ বাজার অভিমুখে কাটাজোলার শুরুতে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী করে আসছেন সুদীর্ঘদিন ধরে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না! ব্রিজ না থাকায় চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের মানুষজন আজও আদিম যুগের অবস্থায় যাতায়াত করে চলছেন তারা মরা করতোয়া নদীর পাড় ধরেই চলাচল তাদের। এই রাস্তায় কিছু অংশে মাটির কাজ করা হয়েছে। এ এলাকার মানুষ রাস্তাটিও পাকা করার দাবী জানিয়ে বিভিন্ন মহলে তদবির করেও কোন সরাহা পাননি।

চাটমোহর উপজেলার সীমান্ত গ্রাম হওয়ার জন্যই কি এত বৈষম্য! নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের মানুষের যাতায়াতের চির-দূর্ভোগ দূরীকরণের নিমিত্তে অবিলম্বে রাস্তাটি পাকাকরণ এবং জোলার মুখে একটি পাকা ব্রিজ নির্মাণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন ।

এই বিষয়ে কথা হয় মিডিয়া ব্যক্তিত্ব গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, এলাকার জনপ্রতিনিধিগনের আন্তরিকতার সদিচ্ছার কারণেই এত কিছু উন্নয়ন মুলক কাজ দেশে দৃশ্যমান হলেও মাত্র কয়েক লক্ষ টাকার প্রকল্প গ্রহন করা হয়নি কেনো বুঝতে পারছিনা।

চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নূর জাহান বেগম মুক্তি চলতি মৌসুমে প্রকল্প গ্রহন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট