#আকাশ, চাটমোহর (পাবনা) উপজেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ভূমিহীনদের নিয়ে কাজ করা সংগঠন ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)-এর আয়োজনে শনিবার (৩০ নভেম্বর ২০২৪) এলডিও হলরুমে এলডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কে, এম, আতাউর রহমান রানা মাস্টারের ৮ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিতে বক্তারা আতাউর রহমান রানা মাস্টারের জীবন ও কর্মের উপর স্মরণীয় মুহূর্ত ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোছাঃ ছানোয়ারা খাতুনের সভাপতিত্বে এবং মরহুম রানা মাস্টারের বড় ছেলে এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক এস, এম, মিজানুর রহমান। আলোচলায় অংশ নেন মরহুম রানা মাস্টারের মেঝো সন্তান মাইক্রো ফাইন্যান্স রেগুলারিটি অথরিটি (এমআর) এর নির্বাহী পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ আলহাজ্ব মোঃ সদর উদ্দিন, সাপ্তাহিক চাটমোহর বার্তা’র সম্পাদক এস, এম, হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে, এম, বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইসরাঈল আলম, কাজল বিশ্বাস, সাংবাদিক শুভাশিস ভট্টাচার্য তুষার, এসডিপি’র নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান, ভূমিহীন নেতা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তাগণ বলেন, রানা মাস্টারের জন্ম না হলে বিলপাড়ের ভূমিহীনেরা জমির মালিক হতে পারতেন না। ভূমিহীন আন্দোলনে তিনি একজন কিংবদন্তী নেতা, একজন সফল সংগঠক ও আদর্শ শিক্ষক ছিলেন। তিনি সারাটি জীবন সাধারণ মানুষের পক্ষে কাজ করতে গিয়ে বহুবার নির্যাতিত হতে হয়েছে। কোনো লোভ লালসা তার মনকে প্রলুদ্ধ করতে পারেনি। মামলা-মোকদ্দমার, জেল-জুলুম, হামলা করেও তাকে দমানো যায়নি। সকলেই মরহুম আতাউর রহমান রানা মাস্টারের রুহের মাগফেরাত কামনা করেন।
পরিশেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা কে, এম, আতাউর রহমান রানা মাস্টারের বিদেহী আত্মার শান্তি কামনা ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মামুনুর রশিদ।#