মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মতিহার থানা পুলিশ বাড়িটিতে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন, মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও আঠারো মাস বয়সী মেয়ে মিথিলা। নিহত মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, মিনারুল পেশায় কৃষক ছিলেন এবং জানা মতে তার কিছু ঋণ ছিল। পরিবারটি একটি মাটির ঘরে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও মেয়ে উত্তর দিকের ঘরে বিছানায়, ছেলে দক্ষিণ দিকের ঘরে বিছানায় এবং মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মতিহার থানার ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।#