# পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় যথাযেগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহর১২.০১মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলা, নজিপুর উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা শাখা, মহিলা দল, যুবদল, শ্রমিক দল, ছাত্র দল, উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠন, এনজিও ফোরাম, হাঙ্গার প্রজেক্ট সহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে ১ মিনিট নিরবতা পালন করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল,সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ, ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু।
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, দুলাল হোসেন, বায়জিদ রায়হান শাহিন, এজেড মিজান, আবু তাহের চৌধুরী মন্টু।
শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক সাগর হোসেন, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা, জোবায়ের আহমেদ, হাঙ্গার প্রজেক্টের আসির উদ্দীন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।#