আব্দুর রহমান, পঞ্চগড় থেকে…………………………….
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোঃ নাছির হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । বুধবার (১২-অক্টোবর) বিকেল আনুমানিক চারটার সময় দেবীগঞ্জ পৌরসভাধীন নর্থ-স্টার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সামনে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে ।
নিহত মোঃ নাছির হোসেন দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের চরশোনাপাতা গ্রামের মোঃ আব্দুল হাকিম এর ছেলে । সে দেবীগঞ্জে একটি মোটরসাইকেল মেকানিক এর দোকানে কাজ করত । মোটরসাইকেল মেরামত করে টেস্ট ড্রাইভিং করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে জরুরি বিভাগের সামনে ভ্যানের উপরে মাথা ও পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় নাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মানুষ মৃত্যুর প্রহর গুনছে । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোন ভূমিকা নেই বললেই চলে । এ সময় একজন বলেন উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । কিন্তু তার পরিবারের লোকজন এখনো আসেনি । হাসপাতাল কর্তৃপক্ষের এই হেয়ালিপনা সেবা প্রদানের ধরণ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা । পরবর্তীতে রংপুর যাওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ।
বিষয়টি নিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের আইডি আছে কি না জানতে চান । এবং তিনি দূর্ঘটনার বিষয়ে কোন তথ্য দিতে বাধ্য নন বলে জানান । দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাঃ হাসিনুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি উপজেলার বাইরে আছেন বলে জানান । পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ এনায়েত এর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ।#