পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসম্যহীন নারীর (৫৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার(২০) মে উপজেলার সাতমেড়া ইউনিয়ন এলাকায় এশিয়ান হাইওয়ে তেতুঁলিয়া মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহতের পরিচয় সনাক্তে সিআইডির বিশেষ ইউনিট দিনভর কাজ করে যাচ্ছিল কিন্তু বারবার হাতের আঙ্গুলের ছাপ নেওয়ার পরেও নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ওই মানসিক ভারসম্যহীন নারী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সকালে তিনি ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘোড়াফেরা করছিলেন। এসময় তিনি কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায়। ওই মহিলাটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ রায় বলেন ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। মৃত ওই মানসিক ভারসাম্যহীন নারীর বাসা কোথায় তা জানা যায়নি আর কেউ তা বলতেও পারেনা।
সিআইডি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এতেও পরিচয় সনাক্ত করা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে প্রশাসনের সিদ্ধান্তক্রমে দাফন কাজ সম্পন্ন করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।#