আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ এর লাশ রিসিভ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃত্বে জামাত আমীরের মৃত্যুর সংবাদ শুনে নিহত মাওঃ আবু সাঈদের লাশ রিসিভ করার জন্য দলীয় নেতাকর্মী নিয়ে দাকোপ উপজেলার প্রবেশ দ্বার পানখালী ফেরিঘাটে ইসলামী আন্দোলনের একটি টিম অপেক্ষা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের নেতৃত্বে মরহুমের লাশ গ্রহণ করে দলীয় নেতাকর্মী নিয়ে মটর সাইকেল বহর নিয়ে চালনা আলীয়া মাদ্রাসা পৌছান। মরহুমের গোসল ও জানাজা এবং দাফনের প্রক্রিয়া গ্রহন করেন।
ইসলামী আআন্দোলনের দায়িতশীলদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম মাওলানা মহাসিন আলম মাহববী মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফেজ আব্দুল কাদের সাহেব কারী আবু ইউসুফ সাহেব মাস্টার রফিকুল ইসলাম সাহেব আলহাজ্ব আবু দাউদ সাহেব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ছাত্র লোকমান ফকির ছাত্র এস এম সাজিদ মোঃ আখতার হোসেন মুফতি ফেরদাউস হোসাইন মাওলানা বিল্লাল হোসেন আশরাফী প্রমুখ।
উল্লেখ্য নিহত মাওলানা আবু সাঈদ জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে ১৮ জুলাই শুক্রবার দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ভাঙ্গায় গাড়িবহর যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাড়িয়েছিলেন। পেছন থেকে আরেকটি বাস রয়েল পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান। এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হন। মাওঃ আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখেছেন। আসর বাদ বিল্লালিয়া মাদরাসা ময়দানে জানাযা শেষে দাফন করা হবে।#