মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর……………………………
নাটোরের লালপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে গুড় তৈরি ও পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে।
সোমবার(১৭অক্টোবর-২০২২)সকালে লালপুর উপজেলার লালপুর বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত সাগর গুড় ভান্ডার (স্বত্বাধিকারী: সাগর হোসেন)কে ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২,০০,০০০ (দুই লক্ষ)এবং ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১,০০,০০০(এক লক্ষ)টাকাসহ সর্বমোট ৩,০০,০০০(তিন লক্ষ)টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ভেজাল গুড় তৈরির উপকরণঃ ৩০০০(তিন হাজার)কেজি,হাইড্রোসালফেট ৬৫(পঁয়ষট্টি) কেজি, ডালডা ১০(দশ) কেজি, ফিটকিরি ২০(বিশ) কেজি, চিটাগুড় ২৮০(দুইশত আশি) কেজি, টেক্সটাইল কেমিক্যাল রং ২(দুই)কেজি ও চুন ৫(পাঁচ)কেজি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন,বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং রাজশাহী বিভাগের RAB-05 এর হেডকোয়ার্টারস্ এর একটি চৌকশ টিমের সহায়তায় এই অভিযানটি পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#