# মেহেরুল ইসলাম মোহন, লালপুর………………
নাটোরের লালপুরে পৃথক পৃথক ২ টি অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী,সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার (১৯শে সেপ্টেম্বর-২০২২)দুপুরে র্যাবের দেওয়া প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত লালপুর উপজেলার বড়বাহাদুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪,হাজার ৯শ’ লিটার চোলাই মদ জব্দ সহ ৫ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,লালপুর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের মৃত শুকলার ছেলে শ্যামপদ পাহাড়ী (৫৫), শ্যামপদ পাহাড়ীর ছেলে বিকাশ পাহাড়ী(৩২),সুদীর পাহাড়ীর ছেলে বিনোদ পাহাড়ী (৩৫), মৃত শ্রীপদ পাহাড়ীর ছেলে সুদীর পাহাড়ী(৬০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলী ফার্ম এলাকার রমেশ বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৩৫)।
র্যাব আরোও জানান, আটকৃতরা সবাই পেশায় মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদ তৈরী করে নিজেদের কাছে সংরক্ষণে রেখে বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে সোমবার সকালে সেখানে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৪,৯০০লিটার চোলাই মদসহ ওই ৫জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে চোলাই মদ তৈরী ও বিক্রির কথা স্বীকার করে।
এ ঘটনায় লালপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১)সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত চোলাই মদ থেকে ২৫০(দুইশত পঁঞ্চাশ) মিলি লিটার করে ২৪টি প্লাস্টিকের বোতলে মোট ৬ লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য পাঠানো হয়েছে।অবশিষ্ট মদ ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব।#