আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটিতে গ্রামীণ নারীদের কর্মজীবী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের আমতলী এলকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আয়োজনে বেসরকারি এনজিও সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিট্যাবল সোসাইটি অসহায়,দুস্থ নারীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু ছালেহ মোঃ ইফাদ ইশতিয়াক ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনোয়ার হোসেন।
ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন-মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুল সালাম সিকদার, উপজেলা সু সাশনের জন্য নাগরিক -সুজনে সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, এনজিও সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক নুরুজ্জামান আকন প্রমুখ।
ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রদেয় ২৪টি ছাগলকে পিপি৮ ভ্যেক্সিন প্রদান করা হয। এরপর ১২জন প্রশিক্ষণার্থী অসহায় নারীর মাঝে জনপ্রতি ২টি করে মোট ২৪টি ছাগল বিতরণ করা হয়।#