
নিজস্ব প্রতিবেদক, খুলনা: নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত হলো ২৭শে নভেম্বর ১৬তম ব্যাচের ভাইভা পরীক্ষা। এ আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির গর্বিত প্রাক্তন শিক্ষার্থীরা। ভাইভা নিয়েছেন ৫ম ব্যাচের শিক্ষার্থী শিল্পী বিলাস মন্ডল, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে বারদা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শিল্পী চয়ন মন্ডল, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে চারুকারুর শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ে একটি বিশেষ ক্লাস নেন এবং আজকের ভাইভা পরীক্ষায় নবীনদের উপযুক্ত দিকনির্দেশনা প্রদান করেন।পরিশেষে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“যারা শিল্পচর্চা করে, তারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের স্যালুট জানাই সমাজকে সুন্দর রাখতে এবং প্রতিটি ঘটনার সত্যতা গণমাধ্যমে পৌঁছে দিতে তাদের ভূমিকা অনন্য।”তিনি আরও বলেন,“শিল্প ও সংস্কৃতির প্রতিষ্ঠানগুলো অর্থের জন্য নয়, বরং দেশকে ভালোবেসে নবীনদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই কাজ করে।”একাডেমির সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে এবং ৪০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে শিক্ষকতা করছেন এটিই একাডেমির গর্বের অর্জন।নিজের অতীতে তিনবার স্ট্রোক হওয়ার পরও তিনি নবীনদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, কারণ শিল্পই তার প্রেরণা।
এ সময় ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের জানানো হয় যে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আশীর্বাদস্বরূপ কলম ও পেন্সিল তুলে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও প্রাক্তন শিক্ষার্থীরা। এতে নবীনদের মনোবল আরও বৃদ্ধি পায় বলে তারা জানান।
ভাইভা পরীক্ষায় উপস্থিত ছিলেন সাগর ফকির, জয়দ্যূতি সরকার, পূজা শীল ও তরি গাইন।সর্বশেষে শিক্ষার্থীরা সবার আশীর্বাদ নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয়। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রাক্তন শিক্ষার্থীদের এবং সকল সহযোগীদের উদ্দেশ্যে নবীন শিল্পীদের জন্য শুভকামনা প্রত্যাশা করে সবার মঙ্গল কামনা করে ভাইভা পরীক্ষার সমাপ্তি ঘোষণা করেন।#