আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল-বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (সোহাগ) এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় রাণীনগর উপজেলার ত্রিমোহিনী বাজারে। এ ক্যাম্পটি আয়োজন করা হয় জুলাই মাসের শহীদদের আত্মার মাগফিরাত কামনায়। সেবামূলক এ আয়োজনে ছিলেন অভিজ্ঞ চিকিৎসকগণ। মেডিকেল ক্যাম্পে অংশ নেন দেশের স্বনামধন্য চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। ডাঃ এইচ এম আইয়ুব, সুইডেন উপাসালা হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ, ডাঃ মোঃ ফজলুল হক, এমবিবিএস (আর ইউ), বিসিএস (স্বাস্থ্য) মেডিক্যাল অফিসার, সদর হাসপাতাল নওগাঁ, ডাঃ মোঃ শাহরিয়ার আলম, মেডিক্যাল অফিসার সদর হাসপাতাল, নওগাঁ, আবু হাসান আলী, উপ-সহকারী কমিউনিটি, মেডিক্যাল অফিসার সদর হাসপাতাল নওগাঁ।
নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্পে বিশেষ ভূমিকা রাখেন। শাহনাজ পারভীন সীমা, উপসহকারী কমিউনিটি, মেডিকেল অফিসার সদর হাসপাতাল নওগাঁ, জেসমিন আরা লিপি, উপসহকারী কমিউনিটি, মেডিকেল অফিসার সদর হাসপাতাল নওগাঁ।
জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়া। সকালের শুরু থেকেই শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় এমন সেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়। অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজনীতিবিদরা যদি এভাবে মানুষের পাশে থাকেন, তবে সমাজে পরিবর্তন আসবে। ক্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আয়োজক মোঃ মশিউর রহমান (সোহাগ)।
তিনি বলেন,“রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা। এই মেডিকেল ক্যাম্প তারই অংশ। আমি সবসময় চেষ্টা করি মানুষের প্রয়োজনে পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।” তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার তার রয়েছে।#