
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭)-কে প্রথমে কামড় দেয় শিয়ালটি। পরে সেটি গ্রামে ঢুকে রশিদা বেগম (৪০) ও চেহেরি (৩৮)-কে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে। আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, একজনের অবস্থা কিছুটা গুরুতর। স্থানীয়দের ধারণা, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল।#